আফরোজা সুলতানা

সুধী,

আসসালামু আলাইকুম

পরিকল্পিত পাঠদানের মাধ্যমে প্রতিটি শিক্ষার্থীর ভালো ফলাফল অর্জনে সহায়তা প্রদান, প্রত্যেক শিক্ষার্থীর জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ, বার্ষিক পরিকল্পনা অনুযায়ী নিজ নিজ অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে সম্পন্ন করা, সর্বোপরি প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনে নির্দিষ্ট সময়ের মধ্যে সার্থকভাবে সকল কার্যক্রম সুসম্পন্ন করায় আমাদের লক্ষ্য। আপনাদের সবার ভালোবাসা, আকুন্ঠ সমর্থন ও অনিঃশেষ সহযোগিতার মাধ্যমে আপনার সন্তানকে স্বাবলম্বী করে সুনাগরিক হিসেবে গড়ে তোলা আমাদের নৈতিক দায়িত্ব। পরিষ্কার-পরিচ্ছন্ন রাজনীতিমুক্ত একটি কলেজ আপনাদের সবার কাক্সিক্ষত। অত্যন্ত সাহসীকতার সাথে আমরা এমন একটি প্রাতিষ্ঠানিক পরিবেশ দিতে আপনাদের নিকট প্রতিশ্রæতিবদ্ধ। সম্মানীত অভিভাবক আপনাদের সাহায্য ও সহযোগিতায় আপনার সন্তানটিকে সময়ানুবর্তিতার মধ্যে সমাজের দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার সুযোগ চাই।

 

প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ শিক্ষকগণের সুপরিকল্পিত পাঠদানের মাধ্যমে আলোকিত শিক্ষার্থীর গড়ে তুলতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ, সুস্থিত ও অবিচল। আমাদের প্রেরণায় শিক্ষার্থীদের মধ্যে গড়ে ওঠে পারস্পরিক সৌহার্দ, শ্রদ্ধাবোধ ও স¤প্রীতির বন্ধন। দৃষ্টিভঙ্গীর পরিবর্তনের সাথে অতি প্রত্যাশিত ঢাকা স্টেট কলেজ-এর উন্নয়নের স্বপ্ন, পরিকল্পনা ও উদ্যোগগুলি ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে সফলভাবে সকলের মধ্যে ছড়িয়ে দিতে আমরা অঙ্গীকারাবদ্ধ।

নিয়ম-নীতি ও সময়ানুবর্তিতার মধ্য দিয়ে সুশৃঙ্খলভাবে আমরা এগিয়ে চলেছি। প্রযুক্তির সাথে তাল মিলিয়ে প্রতিটি বিষয়ে গঁষঃরসবফরধ চৎড়লবপঃড়ৎ দ্বারা ঈঁৎৎরপঁষঁস এর নীতিমালা অনুসরণ করে পাঠদানের পর্যাপ্ত ব্যবস্থা রেখেছি। আমাদের আছে প্রয়োজনীয় ল্যাবরেটরি, কম্পিউটার ল্যাব ও লাইব্রেরিতে পড়ালেখার মনোরম পরিবেশ। নিজস্ব ব্যবস্থাপনায় আমাদের রয়েছে ক্যান্টিন ও হোস্টেল ব্যবস্থা। শ্রেণিকক্ষে শিক্ষকগণ সময় অনুযায়ী সঠিকভাবে পাঠদান করছেন কিনা তা পর্যবেক্ষণে সার্বক্ষণিক মনিটরিং ব্যবস্থা রয়েছে, সেই সাথে সার্বিক বিষয়ে সর্বদা সহযোগিতায় নিয়োজিত আছেন একাডেমিক শিক্ষক। শ্রেণিকক্ষে শিক্ষার্থীর উপস্থিতি নিশ্চিত করছেন গ্রæপ শিক্ষক ও  ঝঃঁফবহঃ ঈড়ঁহপরষ। একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী পরীক্ষা নির্ধারিত সময়ে হচ্ছে কিনা তা পর্যবেক্ষণে রয়েছেন পরীক্ষা নিয়ন্ত্রক। সর্বোপরি শিক্ষার্থীদের নিত্য সমস্যাগুলি প্রতিনিয়ত সমাধান করার ব্যবস্থা করেন ঝঃঁফবহঃ ঈড়ঁহপরষ, গ্রæপ শিক্ষক ও প্রশাসন।

এ সবই সম্ভব হচ্ছে আমাদের নিবেদিত প্রাণ শিক্ষকমন্ডলি, শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ, কলেজ গভর্নিং বডির সম্মানিত সভাপতি ও সদস্যবৃন্দ, অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং এলাকার সচেতন গণ্যমান্য ব্যক্তিবর্গের সার্বিক সাহায্য-সহযোগিতায়। সকলের সুন্দর, সাবলীল ও সৃজনশীল কাজের সমন্বয়ে আমরা আশা করছি আগামীতে একটি নতুন সকাল আপনাদেরকে উপহার দিতে পারবো। আমাদের উপর এই বিশ্বাসটুকু রাখুন।

আপনার সন্তান আমাদের সন্তান, আপনার গর্ব হোক আমাদের গর্ব।

 

অধ্যক্ষ

Copyrights © ঢাকা স্টেট কলেজ
Developed by BDHOST.