ঢাকা স্টেট কলেজে2023-2024 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম চলছে
ভর্তির নিয়মাবলি
*সরকারি নির্দেশনা অনুযায়ী অনলাইনের মাধ্যমে ঢাকা স্টেট কলেজকে প্রথম চয়েজ দিয়ে আবেদন করতে হবে * নির্ধারিত ফি প্রদান করে কলেজ অফিস হতে ফরম সংগ্রহ করে ভর্তির কাজ সম্পাদন করতে হবে * একাদশ শ্রেণিতে ভর্তির জন্য এস। এস সি বা সমমানের পরীক্ষা পাসের ট্রান্সক্রিপ্টের মূল কপি ও সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে * পূর্বে অধ্যায়ণ্রত প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রদত্ত প্রশংসা পত্র , এস. এস.সির রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্রের ফটোকপি জমা দিতে হবে । * সদ্যতোলা ৪ কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি জমা দিতে হবে।
ভর্তি ফি ঃ৩০০০/= সেশন ফিঃ৬০০০/= মাসিক বেতনঃ৮০০/= পরীক্ষা ফিঃ ১২০০/= , নির্বাচনি ২০০০/=